মানিকগঞ্জে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
প্রকাশ : ০৪ মে ২০১৭, ১৮:৫৫
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও আবুল হোসেন (৪৭) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা দু’জনেই সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস ও মারা যাওয়ায় আরেক আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান এ রায় দেন।
আদালতের পিপি এ কে এম নূরুল হুদা রুবেল জানান, মানিক মিয়া জামিনে মুক্ত হওয়ার পর থেকে এবং আবুল হোসেন মামলা হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড; অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ৬ মে উপজেলার ধল্লা এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পরের দিন (৭ মে) মানিক মিয়া ওরফে মইজা ও তার বাবা কালু মিয়া এবং আবুল হোসেন ও তার বাবা গেদা মিয়াকে আসামি করে সিঙ্গাইর থানায় ধর্ষণ মামলা হয়।