স্ত্রী ও সৎ মেয়েকে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ : ০৪ মে ২০১৭, ১৫:১৭

জাগরণীয়া ডেস্ক

পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতরা হলো কোদালকাটি ইউনিয়নের চরসাজাই বদরপুর গ্রামের রফিকের দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও তার মেয়ে জোসনা (১৪)। ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আজ ৪ মে (বৃহস্পতিবার) ভোরে সদর ইউনিয়নের টাঙ্গাইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজিবপুর থানার ওসি পৃথিশ কুমার সরকার জানান।

ওসি পৃথিশ জানান, প্রথম স্ত্রী থাকা স্বত্ত্বেও টাঙ্গাইল পাড়া গ্রামের আসান আলীর মেয়ে নাজমাকে বিয়ে করেন রফিক। এটা নাজমারও দ্বিতীয় বিয়ে ছিল এবং জোসনা তার প্রথম পক্ষের সন্তান। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীকে নিয়ে প্রায়ই রফিকের সঙ্গে নাজমার বিরোধ হতো। ৩ মে (বুধবার) রাতে রফিক নাজমাকে নিয়ে তার বাপের বাড়ি যায়। রাতে তাদের মধ্যে এ নিয়ে আবার কথা কাটাকাটি হয়। সকালে প্রতিবেশীরা নাজমা ও জোসনার মরদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে"।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত