মানিকগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৮:১৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/05/03/image-8163.jpg)
মানিকগঞ্জের শিবালয়ে গলায় ফাঁস দিয়ে সাবরিনা আক্তার বন্যা (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৩ মে (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাবরিনা ষাটঘর তেওতা গ্রামের আব্দুল মমিনের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
জানা গেছে, সকালে বাড়ির লোকজন সাবরিনাকে অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না তিনি। সকাল সাড়ে আটটার দিকে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘরের আড়ার সঙ্গে রঁশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ওই প্রতিবেশি জানান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শিবালয় থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।