৩ মে লালমনিরহাটে গুচ্ছগ্রাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ মে ২০১৭, ২০:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মে (বুধবার) লালমনিরহাটের সানিয়াজান নদীর তীরে গুচ্ছগ্রাম উদ্বোধন করবেন। ৩ মে (বুধবার) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের এ গুচ্ছগ্রাম উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব ড. কামাল আব্দুর নাসের চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত বক্তব্যের পর সানিয়াজান গুচ্ছগ্রাম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী’র উদ্বোধন ঘোষণার সাথে সাথে লালমনিরহাট প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপস্থিত অতিথিগণ উদ্বোধনীয় ফলক উন্মোচন করবেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করবেন গণভবন মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই গুচ্ছগ্রামের সুবিধা ভোগীদের সাথে কথা বলবেন।
লালমনিরহাট প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কোট ভাজনী বালাসুতি (বিলুপ্ত ছিটমহল) গুচ্ছগ্রাম উদ্বোধন করবেন।