গৌরনদীতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৭, ১৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

লাখ টাকা যৌতুকের দাবিতে লোহার শিকল দিয়ে বেঁধে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের গৃহবধু দুই সন্তানে জননী তাসলিমা বেগমকে (৩০)কে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নির্যাতিতার মা উজিরপুর উপজেলার জুগিহাটি গ্রামের জাহানারা বেগম বাদি হয়ে স্বামী বাদল মৃধা, দেবর লালমিয়া মৃধাকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে উপজেলার শরিফাবাদ এলাকা থেকে স্বামী বাদল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্যাতিতার বরাত দিয়ে পুলিশ জানায়, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের মেয়ে তাসলিমার সঙ্গে ১৬ বছর আগে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ওহাব আলী মৃধার ছেলে বাদল মৃধার (৩৮) বিয়ে হয়।

বিয়ের পর নছিমন (থ্রি হুইলার) কেনার জন্য তাসলিমার বাবা ২ লাখ টাকা যৌতুক দেন। পরবর্তীতে আরো ১ লাখ টাকা যৌতুকের জন্য তাসলিমাকে বাদল নিযার্তন করে আসছিলো।

আহত তাসলিমার অভিযোগ করেন, যৌতুক নিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে বাদল এবং তার দেবর লাল মিয়া মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তাসলিমাকে তারা লাঠি দিয়ে পেটান। পরে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড ও খুনতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। 

তাসলিমার মা জাহানারা বেগম অভিযোগ করেন, নির্যাতনের পর তাসলিমাকে ঘরের ভেতর আটকে রাখা হয়। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ও তার স্বামী তাসলিমাকে উদ্ধার করেন। মুর্মূর্ষু অবস্থায় তাসলিমাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তিনি বাদী হয়ে মামলা করেন।

মামলার অপর আসামি লালমিয়া মৃধাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত