দেশের মানুষ দরিদ্র থাকবে এটা হতে পারে না: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২২ জুন ২০১৬, ১৫:৫৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে এ দেশের মানুষের কল্যাণে করে গেছেন। সারা জীবন কষ্ট করেছেন এই দেশের মানুষের জন্য। তাই এ দেশের মানুষ দরিদ্র থাকবে এটা হতে পারে না। দেশের মানুষকে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করে আনতে হবে। এ জন্য যা করার দরকার তা করা হবে।’
বুধবার (২২ জুন) দুপুরে গণভবনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য তিনি এ কথা বলেন।
পরের কাছে যেন হাত পেতে চলতে না হয় সে উদ্দেশ্য সামনে রেখে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন বেসরকারি এনজিও’র ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কিছু দিকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এনজিওগুলো দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ দিলেও সাপ্তাহিক উচ্চ সুদের হারের কারণে ঋণগ্রহীতার হাতে আর কিছু্ই থাকতো না। ফলে ঋণ শোধ না করতে পেরে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। এ পরিস্থিতির অবসান ঘটাতে ক্ষুদ্র সঞ্চয়ের উপর আমরা জোর দিয়েছি। পল্লী সঞ্চয় ব্যাংক এর মাধ্যমে মানুষের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পাবে। যার সুফল পাবে সর্বস্তরের মানুষ।’
প্রধানমন্ত্রী এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ১শ’টি শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি টেলি কনফারেন্সে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, ফরিদপুর সদর উপজেলা ও সিলেট সদর উপজেলার ‘একটি বাড়ি একটি বাড়ি খামার’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
প্রাথমিকভাবে ১০০ উপজেলায় নিজস্ব ভবনে শাখা চালু হচ্ছে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের স্থায়ী রূপ হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার মাত্র ৮ দিন আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যাংকটি।
২০১৩ সালের ৯ অক্টোবর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ৮ জুলাই জাতীয় সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার আইন পাস হয়। ওই সালের ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’কে স্থায়ী রূপদান করে বিশেষায়িত ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রতিষ্ঠা করা হয়।