সিলেট থেকে অপহৃত কিশোরী লালমনিরহাটে উদ্ধার

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৭, ০১:৩২

জাগরণীয়া ডেস্ক
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সিলেট থেকে অপহৃত রুমানা আক্তার (১৬) নামে এক কিশোরীকে বিজিবি উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করেছে। 
 
২০ এপ্রিল, বৃহস্পতিবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। 
 
রুমানা আক্তার সিলেটের বিয়ানিবাজার উপজেলার খাটাবারা ইউনিয়নের ঘাতগঞ্জ গ্রামের আসাদ আলীর মেয়ে বলে জানা গেছে।
 
অপহৃত রুমানার পিতা আসাদ আলী বলেন, গত ১১ এপ্রিল আমার মেয়েকে সিলেট থেকে কিছু দুর্বৃত্ত অপহরণ করে। বিভিন্ন ভাবে খবর নিয়ে জানতে পাই আমার মেয়েকে তিস্তা ব্যারাজের সীমান্তবর্তী চর এলাকায় আটকিয়ে রাখা হয়েছে। পরে আমি স্থানীয় পাটগ্রাম নবীনগর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের শরণাপন্ন হই এবং পাশ্ববর্তী ডিমলা থানায় একটি সাধারণ ডায়রি করি। বিজিবি বৃহস্পতিবার আমার মেয়েকে উদ্ধার করেছে। এ বিষয়ে মামলার মামলার প্রস্তুতি চলছে।
 
এ বিষয়ে পাটগ্রাম উপজেলার নবীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জালাল খান বলেন, মেয়েটিকে উদ্ধার করে বৃহস্পতিবার তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে।
 
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেন হোসেন অপহৃত রুমানা আক্তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির বাবা ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করছেন। উদ্ধারের পর তারা এখন বিয়ানিবাজার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত