গৃহবধূ অপহরণের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:৩০

জাগরণীয়া ডেস্ক

বগুড়া শহর থেকে এক গৃহবধূকে অপহরণের দায়ে মো. পাপ্পু (২৫) নামে এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় একমাত্র আসামি উপস্থিত ছিল।

১৮ এপ্রিল (মঙ্গলবার) প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নরেশ মুখার্জ্জী মামলা পরিচালনা করেন। 

আদালত সূত্র জানায়, নিশিন্দারা ধমকপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে পাপ্পু প্রতিবেশি এক পরিবহন শ্রমিকের স্ত্রীকে উত্ত্যক্ত করতো। পরে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর গৃহবধূকে অপহরণ করে। এরপর ওই বছর ১১ সেপ্টেম্বর ভিকটিমের বাবা শহিদুল ইসলাম আদালতে একমাত্র আসামি পাপ্পুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।

পরে আদালতের নির্দেশে তদন্ত শেষে সদর থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম রিপোর্ট দাখিল করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত