ক্রেনের বাকেট মাথায় পড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ২০:২৮
জাগরণীয়া ডেস্ক
ক্রেনের তার ছিঁড়ে বাকেটের অংশ মাথায় পড়ে শ্রমিক মনোয়ারা বেগম (৪৫) ও নিরাপত্তাকর্মী জোবায়েদ হোসেন (২৬) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেক থানা এলাকার প্রয়াস স্কুলের নির্মাণাধীন কোয়াটারে কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে একটি বাকেটের অংশ মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান নিরাপত্তাকর্মী জোবায়েদ হোসেন। গুরুতর আহতবস্থায় শ্রমিক মনোয়ারা বেগমকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত মনোয়ারা বেগম ভাষানটেক ধামালকোর্ট টিনশেড কলোনিতে থাকতেন এবং জোবায়েদ নির্মানাধীন ভবনের নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন।
ভাষানটেক থানার উপ পরিদর্শক (এসআই) মো.ইয়াছিন আলী জানান, মনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
0Shares