আশকোনায় নিহত জঙ্গিদের লাশ আঞ্জুমানে হস্তান্তর
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৪৯
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নিহত দুই জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা পৌনে ১২টায় লাশ দু’টি হস্তান্তর করা হয়।
এ সময় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সাইদুর রহমান উপস্থিত ছিলেন। লাশটি দু’টি গ্রহণ করেন আঞ্জুমানের ডিউটি অফিসার রুহুল আমিন।
রুহুল আমিন জানান, দুই জঙ্গির মধ্যে একজন নারী (অজ্ঞাত পরিচয়) আনুমানিক বয়স (৩৫), অপরজন আনুমানিক বয়স (১৪)। জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে বলেও জানান তিনি।
এর আগে, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২টায় আশকোনার জঙ্গি আস্তানা ‘সূর্যভিলা’য় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়।