বাল্যবিয়ে থেকে বাঁচতে জীবন দিল স্কুলছাত্রী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ১১:৫৭
মার্জিয়া সুলতানা নামের মেয়েটি চেয়েছিল লেখাপড়া করতে আর অভিভাবক বিয়ে দিতে যাচ্ছিলেন। ছেলেপক্ষের লোকজন তাকে দেখে পছন্দও করে যান।
কিন্তু নবম শ্রেণি পড়ুয়া মার্জিনা বিয়ে করবে না বলে অভিভাবকদের জানিয়ে দিয়েছিল। ১৭ এপ্রিল (সোমবার) ছেলেকে দেখতে যাওয়ার কথা ছিল মেয়েপক্ষের। এর আগেই সকালে মার্জিয়া ‘আত্মহত্যা’ করে বসে।
প্রতিবেশীরা জানান, মার্জিয়া জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীসাউল গ্রামে বাসিন্দা ও রায়কালী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ১৭ এপ্রিল (সোমবার) সকালে ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে মার্জিয়ার পরিবার বিয়ের উদ্যোগের কথা জানালেও আত্মহত্যার কারণ জানে না তারা।
মার্জিয়ার বাবা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মার্জিয়ার বিয়ের কথাবার্তা চলছিল। সোমবার ছেলে দেখতে যাওয়ার কথা ছিল। কী কারণে সে আত্মহত্যা করল, তা আমরা কেউই জানি না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মেয়েটির বিয়ের কথাবার্তা চলছিল বলে জানা গেছে। এ কারণে সে আত্মহত্যা করতে পারে। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।