চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাজস্ব হালখাতা উৎসব
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:১৯
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাজস্ব হালখাতা উৎসব উদযাপিত হয়েছে। ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) এ উপলক্ষে শোভাযাত্রা, কর প্রদানের মাধ্যমে হালখাতা উদ্বোধন, মিঠাই-মন্ডা আর নাড়ু দিয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা আয়কর অফিস প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।
ব্যবসায়ী মহলে বছর শেষে হালখাতার আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ সংস্কৃতিকে রাজস্ব বান্ধব সংস্কৃতিতে রুপান্তরের জন্য চৈত্র সংক্রান্তিতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কর দপ্তর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী কর কমিশনার শাহাদাৎ হোসেন, পরিদর্শক রিয়াজ মোর্শেদ, কর্মকর্তা আখতারুল ইসলাম, জেলা কর আইনজীবি সমিতি সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর, কর আইনজীবি ইয়াসমিন খুশী, আইনজীবি আব্দুল ওদুদ, বিগত কয়েক বছরে জেলার সর্বোচ্চ করদাতা ও জেলা চাউল কল মালিক সমিতি সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।