প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বিটকাল গ্রেপ্তার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

দিনাজপুর জেলায় আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. গোলাম মোস্তফা বিটকালকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার (১৫ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেলদই গ্রামের মো. সুজাল হক এর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মলানী হাটপুকুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গত ২৫ মার্চ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মলানী হাটপুকুর গ্রামে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে হরিপুর থানায় পরের দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা-২০।

গ্রেপ্তার গোলাম মোস্তফা বিটকাল (৫০) স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত