সহযোগীসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১৩:৩৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/09/image-7431.jpg)
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আকলিমা বেগমকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার সহযোগী মো. সুমনকেও (২২) আটক করা হয়েছে।
৯ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতয়ালি থানার তুলাতলি বস্তিতে আকলিমার বাসায় অভিযান চালান অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের কর্মকর্তারা।
প্যাকেটজাত করার সময় হাতেনাতে ১৩৮০ পিস ইয়াবাসহ আকলিমা ও সুমনকে আটক করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্ম্মা।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আকলিমা ও সুমনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন পরিদর্শক তপন কান্তি শর্ম্মা।