হাটহাজারীতে ট্রাকচাপায় পুরুষসহ নিহত ২
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/08/image-7397.jpg)
চট্টগ্রামের হাটহাজারী থানার নন্দীরহাট এলাকায় ট্রাক চাপায় এক পুরুষসহসহ সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
৮ এপ্রিল (শনিবার) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। অপর নিহতের নাম মোজাম্মেল হোসেন (২১)। সে হাটহাজারী উপজেলার মদনহাট এলাকার মো. হারুনের ছেলে।
হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সিএনজি অটোরিকশাটিকে নগরীমুখী ট্রাকটি পেছন থেকে চাপা দেয়। এতে চালকের পাশে বসা মোজ্জামেল হোসেন এবং পেছনে বসা এক নারী যাত্রী মারা যান। অন্য দু’জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর আলম। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।