বাল্যবিয়ে নিরোধ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:২২
জাগরণীয়া ডেস্ক
বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের বিশেষ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
৪ এপ্রিল (মঙ্গলবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম এ রিট দায়ের করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৪ এপ্রিল (মঙ্গলবার) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে সাংবাদিকদের রিটকারী আইনজীবী জানিয়েছেন।