ধর্ষণ মামলায় রুবেল ফের রিমান্ডে

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১০:৪২

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক মো.রুবেলকে ফের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

৩ এপ্রিল (সোমবার) ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন। 

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৩ এপ্রিল (সোমবার) রুবেলকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল রুবেলকে ৬ দিনের রিমান্ডে পাঠান আদালত। সে রিমান্ড শেষে ৩ এপ্রিল (সোমবার) আবারও আদালতে হাজির করে নতুন করে রিমান্ড চাওয়া হলো।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান  জানান, ৩ এপ্রিল ( সোমবার) এ মামলার তদন্ত প্রতিবেদনের দিন ধার্য থাকলে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক ২৪ এপ্রিল নুতন করে দিন ধার্য করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডা থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী মামলাটি করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করতেন। পরে গেল বছর ১১ নভেম্বর রাতে রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে পালিয়ে গেলেও আবার তাকে গ্রেপ্তার করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত