চুয়াডাঙ্গায় ২ উত্ত্যক্তকারীর কারাদণ্ড
প্রকাশ : ১৫ মে ২০১৬, ২০:১৪
জাগরণীয়া ডেস্ক
ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চুয়াডাঙ্গায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডাদেশ দিয়েছেন চুয়াডাঙ্গা সহকারী ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) মারুফুল আলম।
এর মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের কাজল হোসেনকে (১৮) এক বছর ও আরিফুল ইসলাম আরিফকে (১৯) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মারুফুল আলম জানান, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়া এলাকার বিএডিসি ফার্মের কাছে স্কুলপড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে কয়েকজন যুবক। এসময় পুলিশ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের যথাক্রমে একবছর ও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।