গৌরীপুরে নারী কনস্টেবল আগুনে পুড়ে আহত
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৭, ১৯:০৮
জাগরণীয়া ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুর থানার নারী পুলিশ কনস্টেবল হালিমা খাতুন (২৫) আগুনে পুড়ে মারাত্মক আহত হয়েছেন।
২ এপ্রিল (রবিবার) বিকেল পৌনে ৪টায় ওই থানার ভেতরেই এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থানার ভেতরেই ছিলেন নারী কনস্টেবল হালিমা। হঠাৎ তার শরীরে আগুন লাগলে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
0Shares