মেঘনায় ট্রলারডুবি, আরও ৫ নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ২০:৫০

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে। যাদের মধ্যে ৮ জনই নারী।

৩১ মার্চ (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ, কোস্টগার্ডসহ কয়েকটি সংস্থার উদ্ধারকারী দল পাঁচজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় এখনো জানা যায়নি।

সোনারগাঁও থানা পুলিশের এসআই মাকসুদ পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত পর্যন্ত আব্দুস সাত্তার (৪০), তার মেয়ে লামিয়া (৫), জোহরা বেগম (৬০), কাঞ্চন বেগম (৬৫) নামে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রলারটির বেঁচে থাকা যাত্রী হালিম ভান্ডারী জানান, ৩০ মার্চ (বৃহস্পতিবার) তারা রাজধানীর রামপুরা থেকে চাঁদপুরের মতলব থানার বেলতলিতে সোলায়মান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার সময় চর কিশোরগঞ্জের মেঘনায় ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে তার স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাসহ পরিবারের পাঁচজন নিখোঁজ রয়েছেন। 

ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের সংখ্যা সঠিকভাবে এখনও জানা যায়নি। তাছাড়া নদীতে প্রবল স্রোত ও প্রমত্ত ঢেউ থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত