জলঢাকায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের বেশির ভাগই সিলেকশন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ১৫:৩১
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার একযোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বেশিরভাগ স্কুলে সিলেকসনের মাধ্যমে কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।
মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, ৩০ মার্চ উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৫০টি স্কুল মাদরাসার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ চিত্র পাওয়া যায়নি।
শৌলমারী উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ স্কুলের বিজয়ী নবম শ্রেণির ছাত্রী রাজিয়া সুলতানা জুই বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধান শিক্ষক আব্দুল বাকি বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চার জন্যে স্টুডেন্ট কেবিনেট ভোট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
অন্যদিকে উপজেলার মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী সহ অভিভাবকগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার জানান, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভোট অনুষ্ঠিত হলেও বেশির ভাগ প্রতিষ্ঠান সিলেকসনের মাধ্যমে কমিটি গঠন করে।
তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয় নাই তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করব মন্ত্রণালয়ে।