হেরে গেলেন সীমা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ০১:৫৪
জাগরণীয়া ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ১০৩ ভোট কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ফের বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু।
আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট। বিশৃঙ্খলার কারণে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা।