নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ প্রায় শেষ

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৩:২৭

জাগরণীয়া ডেস্ক

‘অপারেশন হিটব্যাক’ কার্যত সমাপ্ত। তবে আস্তানাটিতে এখন তল্লাশি চালাচ্ছে সোয়াট (স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস টিম) এর সদস্যরা।

এর আগে ২৯ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬টার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু করেন ঢাকা থেকে যাওয়া পুলিশের  সোয়াট (স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস টিম) এর সদস্যরা। পরে বৃহস্পতিবার (মার্চ ৩০) সকাল দশটার দিকে ফের ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট টিমের সদস্যরা। বর্তমানে তারা জঙ্গি আস্তানা ‘বাগানবাড়ি’তে তল্লাশি চালাচ্ছে।

প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিরাপত্তার স্বার্থে বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন।

দুই এলাকাতেই সকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়ে মাইকিং করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত