কুসিক নির্বাচন: একটি কেন্দ্রে ভোট স্থগিত
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৩:১৭
কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারধরের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভোট চলাকালে ওই কেন্দ্রের বাইরে তিনটি ককটেল ছোড়া হয়। একটি ককটেল বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ সময় ১৫ থেকে ২০ জন কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা শুরু করে। ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমান ও তার এজেন্ট মো. ফরহাদকে মারধর করা হয়। সেখানে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদ আহম্মেদ জানান, পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
র্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোস্তাফা কায়জার বলেন, ককটেল বিস্ফোরণের কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।