ভোট দিলেন সীমা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৩:১৩
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।
আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। ওই সিটিতে নারী ভোটারের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৪৪৭ জন। পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ দুই হাজার ১১৯ জন।
নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে চারজন প্রার্থী রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা (নৌকা) এবং বিএনপি মনোনীত ও সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
মেয়র পদে অপর দুই প্রার্থী হলেন জেএসডি মনোনীত শিরিন আক্তার (তারা) ও স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনুর রশীদ (টেবিল ঘড়ি)। সাধারণ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুসিকের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কেউ কেন্দ্রে ভোটের পরিবেশ বিঘ্নিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।