জনগণে রায় মাথা পেতে নেব: সীমা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১০:২৯
জাগরণীয়া ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা জানিয়েছেন, ‘জনগণ যে রায় দেবেন, আমি মাথা পেতে নেব। জয়পরাজয় যা–ই হোক, মেনে নেব।’
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল নয়টার দিকে কুমিল্লার মর্ডান হাইস্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ ভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।
তিনি বলেন, সকাল থেকে ভোট গ্রহণের পরিবেশ সুন্দর। ভোটারদের উপস্থিতি ভালো। নারী ভোটারদের উৎসাহ বেশি। একটা সুন্দর পরিবেশে নির্বাচনের জন্য যা যা দরকার, তার সবই দেখতে পাচ্ছি।
বিকেল চারটায় ভোট শেষ হওয়া পর্যন্ত এমন সুন্দর পরিবেশ থাকবে বলে আশা করেন আওয়ামী লীগের এই প্রার্থী।