শিববাড়ি এলাকার চারদিকের সড়কে যান চলাচল বন্ধ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৫:২০
জাগরণীয়া ডেস্ক
সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের চারদিকে প্রায় এক কিলোমিটার এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সিলেট নগরের হুমায়ূন রশিদ চত্বর থেকে শুরু হওয়া সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে শিববাড়ি এলাকা অবস্থিত।
হুমায়ূন রশীদ চত্বর ও লালমাটিয়া এলাকায় ব্যারিকেড দিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বন্ধ করে দেওয়া অংশে কয়েকটি শাখা সড়ক আছে। এই শাখা সড়কগুলোর মুখও বন্ধ করে দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, ২৫ মার্চ, শনিবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুটি স্থানে পৃথক বোমা হামলা হয়। এই ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়।
0Shares