ফেসবুক লাইভে কথা বলবেন ডিএমপি কমিশনার
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৫:১৪
জনগণের নিরাপত্তা বিষয়ক যেকোনো প্রশ্ন ও পরামর্শ শুনতে জনগণের সাথে ফেসবুক লাইভে সরাসরি কথা বলবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
২৮ মার্চ (মঙ্গলবার) রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজ থেকে সরাসরি জনসাধারণের উদ্দেশে কথা বলবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডিএমপি কমিশনার।
এ নিয়ে ডিএমপির ফেসবুক পেজ থেকে এরইমধ্যে একটি ইভেন্ট খোলা হয়েছে- https://www.facebook.com/events/1854683528107616/?ti=cl।
ইভেন্ট পেজটিতে আহ্বান জানানো হয়েছে, যে কোনো অনিয়মের খবর কিংবা যে কোনো পরামর্শ সরাসরি কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার।
এছাড়া, যে কোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতেও ইভেন্ট পেজটিতে পোস্ট করার কথা বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘আপনার প্রশ্নের উত্তর কিংবা আপনার দেওয়া পরামর্শের ব্যাপারে কী ভাবছেন কমিশনার - তা জানতে চোখ রাখুন ডিএমপির ফেসবুক পেজে, আগামী মঙ্গলবার, ২৮ মার্চ, সন্ধ্যা ৮টায়’।