সিলেটে আহতদের জন্য রক্ত প্রয়োজন
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২৩:৩৯
জাগরণীয়া ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৩ ব্যাগ A+ রক্তের প্রয়োজন। অন্যান্য গ্রুপের রক্তও প্রয়োজন। বিশেষ করে B+, AB+ রক্তের প্রয়োজন।
রক্ত দিতে আগ্রহীদের 01682780503 নম্বরে রক্তের গ্রুপ লিখে এসএমএস দিতে অথবা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি চলে যেতে অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনে যোগাযোগ করুন:
01771849294 ( মঞ্জু আলম )
01703618959 ( আজিম )
01833611668 ( অভিজিত)
01722089851 (সাগর নন্দী)
0Shares