আজ ভয়াল ২৫ মার্চ: গণহত্যা দিবস

প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১২:০৬

জাগরণীয়া ডেস্ক

আজ সেই ভয়ংকর ২৫ মার্চ, ১৯৭১ সালের এই দিনেই রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ চালায়। প্রথমবারের মতো ২৫ মার্চকে এবার গণহত্যা দিবস হিসেবে পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

তেইশ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনকে রুদ্ধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। কালরাতের প্রথম প্রহরে ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকায় চালানো হয় গণহত্যা। পাকিস্তানি বাহিনী এবং তার দোসরদের সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞের দিন ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর বাংলাদেশে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে একাত্তরের ওই রাতে অগণিত নিহতদের স্মরণে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনও কর্মসূচি হাতে নিয়েছে।

গণহত্যা দিবস পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত