বন্ধুর কাছ থেকে আরিফার মৃত্যুসংবাদ নিশ্চিত করে রবিন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১৮:১৮
সাবেক স্ত্রী আরিফুন্নেসা আরিফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর এক বন্ধুকে ফোন করে তার মৃত্যুর খবর নেয় ফখরুল ইসলাম রবিন। এরপর সে ঢাকা থেকে পালিয়ে যায়। প্রথমে সে জামালপুরে যায়, সেখান থেকে টাঙ্গাইলের একটি গ্রামে দূরসম্পর্কিত এক স্বজনের বাসায় আশ্রয় নেয়। এর মধ্যে তিনি তার মোবাইল ফোনে কেবল একবারই কথা বলেছেন তার এক বন্ধুর সঙ্গে।
এভাবেই ঘটনার বনর্না করলেন নারী ব্যাংক কর্মকর্তা আরিফার হত্যা মামলা একমাত্র আসামি সাবেক স্বামী রবিন।
এর আগে ২৪ মার্চ (শুক্রবার) ভোরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নন্দাবাজার গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি জানান।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় রাজধানীর কলাবাগানের ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট রোডের ১৩/এ নম্বর বাড়িতে খুন হন যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা। এই ঘটনায় কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আব্দুল্লাহ আল আমীন (৩৫)। মামলায় রবিনকে আসামি করা হয়। ঘটনার পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেন।