জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটে বাড়ি ঘেরাও

প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১০:৪৭

জাগরণীয়া ডেস্ক

জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার উস্তার মিয়ার বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন, ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই শুক্রবার (২৪ মার্চ) ভোররাত থেকে পাঁচতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। তবে অভিযান চলমান থাকায় এ ব্ষিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, ভোরে জঙ্গিরা আল্লাহ আকবার বলে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ভবন লক্ষ করে চার রাউন্ড গুলি ছুড়ে। তবে পুলিশ সকাল থেকে এ ভবন থেকে কাউকে বের হতে দিচ্ছেন না।

পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীর সদস্যরা এই অভিযানে আছে কি-না সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত