অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসি

প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ২০:৫০

জাগরণীয়া ডেস্ক

দশ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে লুৎফর শেখ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার আদালত। বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রব হাওলাদার এ রায় দেন। 

রায়ে আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি বিয়ের মাত্র ১৪ মাসের মাথায় স্ত্রী সাবিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের বাসিন্দা আসামি লুৎফর শেখ। একই গ্রামের বাবর আলী সরদারের মেয়ে সাবিনা ঘটনার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে স্বামী লুৎফর তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সাবিনার মা ছকিনা বেগম বাদী হয়ে লুৎফরকে অভিযুক্ত করে ডুমুরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) লস্কর জায়েদুল হক ওই বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করতে সমর্থ হয়েছে। ঘটনার সময় সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাবিনার হত্যাকাণ্ড একটি নিষ্ঠুর, বর্বর ও জঘন্যতম হত্যাকাণ্ড। এ কারণে আসামি লুৎফরকে সর্বোচ্চ সাজা দেওয়া সমীচীন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত