বনানীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ২১:২৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/19/image-6849.jpg)
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সূচনা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৯ মার্চ (রবিবার) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, মহাখালী সাততলা বস্তি এলাকায় একটি গাড়ির ধাক্কায় শিশুটি আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবার নাম মো.সজিব মিয়া। তারা মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকে। ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।