সাঁথিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ২৩:৩১
পাবনার সাঁথিয়া উপজেলায় আকষ্মিক শিলাবৃষ্টিতে পেঁয়াজ, গম, আম ও লিচুর গুটি সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
১৮ মার্চ (শনিবার) বিকেলে হওয়া শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ছিল মাত্র ১৫ মিনিট।
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে দমকা হাওয়া ও শিলা পড়তে থাকে। উপজেলার সাঁথিয়া পৌরসভা, করমজা, ডেমরা, নাক-ডেমরা, ক্ষেতুপাড়া, গৌরিগ্রাম, নন্দনপুর, ধুলাউড়ি, আর-আতাইকুলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এ শিলাবৃষ্টি বয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানান, শিলার আকার ছিল বেশ বড়। কোন কোন শিলার ওজন একশ’ গ্রাম থেকে দেড়’শ গ্রাম পর্যন্ত ছিল। অনেকের ঘরের পুরাতন টিনের চালা ফুটো হয়ে ঘরের মধ্যে শিলাবৃষ্টি ঢুকে পড়ে। আর আকস্মিক এই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক। এসব এলাকার মাঠে উঠতি পেঁয়াজ, পাকা গম, আম ও লিচুর গুটি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয় শিলাবৃষ্টির কবলে পড়ে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, শিলাবৃষ্টি হওয়ার পরপরই উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামানিকসহ কৃষি বিভাগের মাঠকর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে বের হয়েছেন। তাদের প্রতিবেদন পেলে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমান জানা যাবে।