জঙ্গি সন্দেহে ২ নারী আটক
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ১৯:৩৮
যশোরে জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। ১৮ মার্চ (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী মাইশা ওরফে বিলকিস (২৬), শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার হাসান আল মাসুম ওরফে লালের স্ত্রী নুসরাত পারভীন (২৭), মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আফজাল (২৮) ও খুলনার কয়রা উপজেলার কাগমারী চর গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলাম (২৯)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, চলতি দায়িত্ব) আবুল বাশার মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শংকরপুর এলাকার মাওলানা তৌহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনার কিছু বই ও লিফলেটসহ ওই চারজনকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।