আরিফা হত্যা মামলায় একমাত্র আসামি রবিন

প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৪:০১

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর সেন্ট্রাল রোডে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা ঘটনার মামলায় সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করা হয়। আসামি রবিন এখনও পলাতক। তবে তাকে খুব দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

১৬ মার্চ (বৃহস্পতিবার) রাতে কলাবাগান থানায় আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন এই মামলাটি করেন।

১৭ মার্চ (শুক্রবার) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মামলায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে একমাত্র আসামি করা হয়েছে। থানা-পুলিশ, ডিবি ও র‍্যাব ঘটনাটি তদন্ত করছে। রবিনকে শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে আশা করা হচ্ছে।

সেন্ট্রাল রোড-সংলগ্ন ১৩ ওয়েস্টঅ্যান্ড স্ট্রিটের পাঁচতলা ভবনের নিচতলায় সাবলেট থাকতেন আরিফা। ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে কাজে বের হয়ে নিজ বাসার দরজায় ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, আরিফাকে তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিন খুন করেছেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত