যমুনায় ধরা হচ্ছে জাটকা ইলিশ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ১৭:৪২
জাগরণীয়া ডেস্ক
কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর, চৌহালী, বেলকুচির দুর্গম চরাঞ্চল ও শাহজাদপুর উপজেলার যমুনা নদী থেকে প্রতিদিন কারেন্ট, বাদাই ও মশারি জাল দিয়ে জাটকা ইলিশ ধরছে জেলেরা।
পদ্মা নদীতে ইলিশ প্রাপ্তির পাশাপাশি যমুনা নদীর এ অংশেও তুলনামূলকভাবে কমবেশি উৎকৃষ্ট মানের ইলিশ পাওয়া যায়। কিন্তু প্রভাবশালী জলদূস্যরা পূর্ণাঙ্গ ইলিশ হতে না হতেই জাটকা অবস্থায়ই বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে নির্বিচারে জাটকা ইলিশ ধরে বাজারে বিক্রি করছে।
দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় যমুনা নদীতে বর্তমানে আগের মতো ইলিশ আর পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।