কুষ্টিয়ায় বিদেশি সাংবাদিক উত্ত্যক্তের শিকার

প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ১৩:০৮

জাগরণীয়া ডেস্ক

কুষ্টিয়া শহরের আবাসিক হোটেলে যুক্তরাষ্ট্রের এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিক উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। 

এ ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই হোটেল মালিকের বিরুদ্ধে ১২ মার্চ (রবিবার) দুপুরে লিখিত অভিযোগ করা হয়। বিদেশি ফটো সাংবাদিকের পক্ষে অভিযোগটি জমা দেন সুফি ফারুক ইবনে আবু বকর।

তিনি অভিযোগপত্রে লিখেছেন, ‘এখানে না এলে জানতে পারতাম না মফস্বলের নারীরা কতটা বৈষম্যের শিকার হচ্ছে।’ স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন অ্যালিসন জয়েস।

অভিযোগ সূত্র জানা যায়, নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া আসেন আমেরিকান ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট। গত ৬ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ের খেয়া আবাসিক হোটেলে অবস্থানকালে রাত ১টায় হোটেলের মালিকপক্ষের অংশীদার বিশ্বনাথ সাহা বিশু মদ্যপান অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে কল করেন। কল রিসিভ না করায় ৩০ মিনিট ধরে তিনি ওই বিদেশি নারীর দরজায় নক করেন। একপর্যায়ে হোটেলে থাকা আরেকটি চাবি দিয়ে গেট খোলার চেষ্টাও করা হয়।

ওই নারী সাংবাদিকের দাবি, ঘটনার সময় কক্ষে একা অবস্থান করছিলেন তিনি। একজন নারী হিসেবে ওই সময় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে তিনি বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানায়। পরে আলী দ্রুত মোটরসাইকেলে সেখানে পৌঁছান এবং আরও কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। 

আলী এহসান রাত তিনটার দিকে অ্যালিসন জয়েসকে শহরের রোজ ভিউ হোটেলে নিয়ে যান। কিন্তু সেই হোটেল কর্তৃপক্ষ জানান, কোনো মহিলাকে একা রুম ভাড়া দেয়া হয় না। সে দেশি হোক আর বিদেশি।

অভিযুক্ত হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু বলেন, ‘উচ্চশব্দে গান-বাজনা হচ্ছে বলে তিনি মোবাইলে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। কী সমস্যা হচ্ছে আমরা তার খোঁজ নিতে গিয়েছিলাম।’

স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন উত্ত্যক্তের শিকার ওই সাংবাদিক।

কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান জানান, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত