গ্রাম পুলিশ সদস্য ধর্ষণ: গ্রেপ্তার ১

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৭:১১

জাগরণীয়া ডেস্ক

গ্রাম পুলিশের এক নারী সদস্যকে ধর্ষণের মামলায় ফেনীর সদর উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শহীদুল ইসলাম সবুজ (৩০) সদরের শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী গ্রামের বাজারে একটি কাপড়ের দোকান চালায়। বুধবার ভোরে ওই এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, বুধবার দুপুরে ফেনী জেলা সদর হাসাপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । এরপর বুধবার বিকালে সবুজকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি রাশেদ খান চৌধুরী জানান, "গত মঙ্গলবার ওই নারী মোহাম্মদ আলী বাজারে যান। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে তিনি সবুজের দোকানে গিয়ে দাঁড়ান। ওই সময় ঘটনাস্থলে কোনো লোকজন না থাকায় সবুজ দোকানের দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করেন"।

পরে রাতেই ওই নারী ফেনী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত