সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগ: দুই পুলিশ চিহ্নিত
প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৬:১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় গাইবান্ধার দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করে দুটি প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু তাদের প্রতিব্নে দুটি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করেন। পরে আদালত শুনানি করে প্রতিবেদন দুটি নথিভুক্ত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন সেদিন সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগ করেন বলে পুলিশের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার প্রতিবেদনে জানিয়েছেন, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য প্রতিবেদনটি দিয়েছেন পুলিশের অনুসন্ধান কমিটির সভাপতি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।
দুই প্রতিবেদনেই বলা হয়, এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদ ছাড়াও পুলিশ বা বাইরের লোকজন ওই ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে; কিন্তু অন্য কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।