‘পাটের চেয়ে উন্নত কিছু হতে পারে না’
প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৬:০৭
জাগরণীয়া ডেস্ক
পাটের তৈরি পণ্যের বহুমুখীকরণ ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের ওই অনুষ্ঠানে পাটের বহুমুখীকরণে বিশেষ অবদান রাখার জন্য দশটি ক্যাটাগরিতে দশ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “পাট পরিবেশবান্ধব, এর থেকে আর উন্নত কিছু হতে পারে না। পাট উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। পাট থেকে বহুমুখী পণ্য উৎপাদন করে তা আমরা রপ্তানি করবো।”
পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পচনশীল পাটের ব্যাগ আবিষ্কারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “পাটের সোনালী দিন ইনশাল্লাহ ফিরে এসেছে।”