নারী দিবসে নারীশ্রমিক কন্ঠের মানববন্ধন ও র্যালি
প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ০০:১২
জাগরণীয়া ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে মানববন্ধন ও র্যালির আয়োজন করেছে ‘নারীশ্রমিক কন্ঠ’।
০৮ মার্চ ২০১৭ রোজ বুধবার দুপুর ১২:০০ থেকে ১২:৩০ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে সর্বক্ষেত্রে নারীর এক-তৃতীয়াংশ অংশগ্রহণ এবং কর্মে নিযুক্ত সকল নারীর জন্য সমতাভিত্তিক মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত কর’ এই দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করবেন নারীশ্রমিক কন্ঠে’র আহ্বায়ক জনাব শিরীন আখতার, এমপি। আরও উপস্থিত থাকবেন নারীশ্রমিক কন্ঠে’র অন্যান্য নেতৃবৃন্দ।
0Shares