জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০১৭, ১৬:৩৫
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার (৭ মার্চ) খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও আবদুর রেজাক খান এই আবেদন করেন।
আগামীকাল বুধবার (৮ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর রশিদ।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
দুদক বলছে, ১৯৯৩ সালে খালেদা জিয়া এই ট্রাস্টের নামে ৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ২১৬ টাকা নিয়ে আসেন সৌদি আরব থেকে এবং আত্মসাৎ করেন। এদিকে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের দাবি এই টাকা সৌদি আরব থেকে নয়, কুয়েতের আমির পাঠিয়েছেন এবং সোনালী ব্যাংকে সেই টাকা জমা আছে।
তাদের আরও দাবি, সেই টাকা সুদে আসলে এখন ৫ কোটি ৭৫ লাখ দাঁড়িয়েছে যা পুনঃতদন্তে বেরি হয়ে আসবে।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।