জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ নিষিদ্ধ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৭, ১৯:০০
জাগরণীয়া ডেস্ক
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০৫ মার্চ (রবিবার) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন মাধ্যমে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।
এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসাবে সাতটি সংগঠনকে নিষিদ্ধ করা হল।
0Shares