জমি নিয়ে বিরোধে অগ্নিসংযোগ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬
প্রকাশ : ০৫ মার্চ ২০১৭, ১৫:৪৪
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কর্তৃক বসতবাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এসময় বাঁধা দিতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ওবায়দুল ইসলামের সাথে প্রতিবেশি বাবলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৪ মার্চ (শনিবার) দুপুরে বাবলু মিয়ার লোকজন প্রতিপক্ষ ওবায়দুল ইসলামের মায়ের শোবার ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের দেওয়া আগুনে আসবাবপত্রসহ উক্ত ঘরটি ভস্মীভূত হয়।
আহতরা হলেন ওবায়দুল ইসলাম (৪৫), তার স্ত্রী নার্গিস বেগম (৩৫), মেয়ে বিউটি আকতার (১৪), ওবায়দুলের ভাই নবিউজ্জামান (৫৫), ভাবী মোর্শেদা বেগম (৪২), ভাতিজী নিলুফা আকতার (১৫)। পরে স্থানীয় ইউপিসদস্য হায়দার আলীর সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।