শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

প্রকাশ : ০৩ মার্চ ২০১৭, ১৮:৩২

জাগরণীয়া ডেস্ক

আগামি ৭ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় প্রথম ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে  তাদের এই বৈঠক হবে।

কূটনৈতিক সূত্র জানায়, ইন্ডিয়ান ওশেন রিমের এই সম্মেলনে যোগদানের জন্য আগামী সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারই প্রথম আইওআরএ’র ২১টি দেশের সরকারপ্রধানরা জাকার্তায় মিলিত হচ্ছেন। এর আগে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়।

সুত্র আরও জানায়, বাংলাদেশ সফরে আসার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। আশা করা হচ্ছে, শিগগিরই তিনি ঢাকায় আসবেন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ বিষয়টি তিনি নিশ্চিত করবেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, দুই দেশই দক্ষিণ এশিয়ায় অবস্থিত। সুতরাং আমাদের পরস্পরকে সহযোগিতা করার অনেক সুযোগ আছে।

জানা যায়, গত ১ মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত