রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৩ মার্চ ২০১৭, ১৭:৪১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/03/image-6397.jpg)
রাজধানীর খিলগাঁও গোলার বাড়ি এলাকার একটি বাসা থেকে ফাতেমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
২ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাতে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত ফাতেমা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামের বাসিন্দা।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, স্বামী জনি মিয়াকে নিয়ে খিলগাঁও গোলার বাড়ির একটি বাসায় ভাড়া থাকতো ফাতেমা।
পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।