খালেদার আত্মপক্ষ সমর্থন ৯ মার্চ
প্রকাশ : ০২ মার্চ ২০১৭, ১৬:০৩
জাগরণীয়া ডেস্ক
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আরো সময় পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর শুনানির জন্য ৯ মার্চ দিন রেখেছে আদালত।
বৃহস্পতিবার খালেদার আইনজীবীদের করা সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই দিন ঠিক করে দেন।
২ মার্চ, খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ থাকলেও তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, এই মামলা নিয়ে খালেদা জিয়ার একটি আবেদন হাই কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ৯ মার্চ খালেদার আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ রাখেন।