ফেসবুকের কল্যাণে হাসি ফুটলো প্রতিবন্ধী জহুরার মুখে
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৬
সিরাজগঞ্জের এনায়েতপুরের প্রতিবন্ধী নারী জহুরা পারভিনের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করেছেন ফেসবুকের মাধ্যমে সাহায্যকারী শাহজাদপুরের মামুন বিশ্বাস।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেসবুকের মাধ্যমে সংগৃহিত ৭৪ হাজার ২ শত টাকা জহুরা পারভিনের হাতে তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামান নাহার সিদ্দিকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রডিসি আরিফুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাসুদ পারভেজ ও সাংবাদিক রফিক মোল্লা প্রমুখ।
মামুন বিশ্বাস জানান, জহুরা পারভীন জন্মের পর থেকেই দুটি পা অচল হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। পরিনত বয়সে বিয়ে হয় বগুড়ার এক দিনমুজুরের সাথে। কিছুদিন পর তার স্বামীও মানুষিকভাবে অসুস্থ হয়ে পড়ে। জহুরার থাকার ঘরটি বসবাসের অনুপযোগী হবার কারণেই ফেসবুকের মাধ্যম্যে তার জন্য অর্থ সাহায্য চাওয়া হয়। এর ফলশ্রতুতে ফেসবুকের বন্ধুরা জহুরা বেগমের ঘর নির্মাণের জন্য ৭৪ হাজার ২ শত টাকা পাঠায়।